ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সালাহউদ্দিন আত্মগোপনে ছিলেন, এখনও আছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
সালাহউদ্দিন আত্মগোপনে ছিলেন, এখনও আছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ আগেও আত্মগোপনে ছিলেন, এখনও আত্মগোপনে রয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে এক আলোচনা সভার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।



স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সালাহউদ্দিন আহমেদ এর আগেও আত্মগোপনে থেকে বিভিন্ন সময় তালেবানি ‘স্টাইলে’ সংবাদ মাধ্যমে বার্তা পাঠাতেন। সে সময় থেকেই আমরা তার খোঁজ করছিলাম। আর এখন গোয়েন্দা পুলিশও তাকে খুঁজছে।

বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্রা প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ ফাঁসির আসামিদের ফিরিয়ে দিতে চায় না, তবে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের আসামি নূর হোসেনসহ যেসব চিহ্নিত সন্ত্রাসী এখনো ভারতে অবস্থান করছে, তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, নূর হোসেনকে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে। অন্যান্য সন্ত্রাসীদেরও ফিরিয়ে আনা হবে।
 
বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষির উপর বিশেষভাবে জোর দিয়েছেন। এর ফলশ্রুতিতে বিদেশে খাদ্যদ্রব্য রপ্তানি করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি এ এম এম সালেহ, মহাসচিব মোহাম্মদ মোবারক আলী ও ঢাকা মেট্রোপলিটন শাখার সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫/আপডেট: ২০১৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।