ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যোগ্য ক্যাপ্টেন আখ্যায়িত করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তার নেতৃত্বে আওয়ামী লীগ শক্ত অবস্থানে আছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ঢাবি বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ।
মোহাম্মদ নাসিম বলেন, একজন যোগ্য ক্যাপ্টেনের মতো নেতৃত্ব দিয়ে দলকে শক্তিশালী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বর্তমানে আওয়ামী লীগ খুবই শক্ত অবস্থানে রয়েছে। আমরা যেকোনো মূল্যেই এ অবস্থান ধরে রাখতে চাই।
দেশের সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রয়োজন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীর যেসব দেশ উন্নয়নের শিখরে পৌঁছেছে সেখানে ওই দেশের সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং তারা জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন।
‘বাংলাদেশের মানুষও উন্নয়নের স্বার্থে ভোট দিয়ে আওয়ামী লীগকে বারবার নির্বাচিত করে ক্ষমতায় বসাবে,’ যোগ করেন তিনি।
২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারও হুমকি-ধমকিতে নির্বাচন এগিয়ে আসার প্রশ্নই আসেনা।
খালেদা জিয়াকে পরাজিত দলের দলপতি আখ্যায়িত করে নাসিম বলেন, শেখ হাসিনার কৌশলের কাছে আপনি হেরে গেছেন। তাই আর বৃথা আস্ফালন করে লাভ নেই।
‘খালেদা জিয়া চাইলে কার্যালয় থেকে বেরিয়ে সভা-সমাবেশ, মিছিল-মিটিং করতে পারেন। এতে সরকার কোনো বাধা দেবে না,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।
ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কোনো কাজ করবে না যাতে শেখ হাসিনার দুর্নাম হয়। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই তোমাদের রাজনীতি করতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বায়তুল্লাহ কাদেরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ বক্তব্য দেন।
বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি দারুস সালাম শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় এবং হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫