খুলনা: খুলনার দৌলতপুর থানা পুলিশ দেয়ানা উত্তরপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৫ জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে আটক করেছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।
এ সময় পুলিশ ৩টি ল্যাপটপ, একটি ডেক্সটপ, ১টি ট্যাব, ৩৪টি মোবাইল ফোন, ১টি ক্যামেরা ও ১টি পেনড্রাইভ জব্দ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শিশু সংগঠন ফুলকুঁড়ি আসরের নামে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এমন অভিযোগে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল দেয়ানা উত্তরপাড়া মাধ্যমিক স্কুলে যান। সেখান থেকে ফুলকুঁড়ি আসর ভৈরব অঞ্চলের সভাপতি মাওলানা এসএম আজিজুর রহমানসহ জামায়াত-শিবিরের সমর্থক ৩৫ জনকে আটক করা হয়।
ল্যাপটপ ও ডেক্সটপে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের ছবি, সরকার বিরোধী বক্তব্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
তিনি জানান, ৫৪ ধারায় তাদের আটক করা হয়েছে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বাংলাদেশ সময়ঃ ১৯৩৭ ঘন্টা, মার্চ ১৬, ২০১৫