ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় আটক ৩৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
খুলনায় আটক ৩৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার দৌলতপুর থানা পুলিশ দেয়ানা উত্তরপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৫ জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে আটক করেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।

তারা ফুলকুঁড়ি আসর ভৈরব অঞ্চলের অনুষ্ঠানের নামে সরকার বিরোধী কার্যক্রম করছিল বলে পুলিশ সন্দেহ করছে।

এ সময় পুলিশ ৩টি ল্যাপটপ, একটি ডেক্সটপ, ১টি ট্যাব, ৩৪টি মোবাইল ফোন, ১টি ক্যামেরা ও ১টি পেনড্রাইভ জব্দ করে।  

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শিশু সংগঠন ফুলকুঁড়ি আসরের নামে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এমন অভিযোগে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তাসহ পুলিশের একটি দল দেয়ানা উত্তরপাড়া মাধ্যমিক স্কুলে যান। সেখান থেকে ফুলকুঁড়ি আসর ভৈরব অঞ্চলের সভাপতি মাওলানা এসএম আজিজুর রহমানসহ জামায়াত-শিবিরের সমর্থক ৩৫ জনকে আটক করা হয়।

ল্যাপটপ ও ডেক্সটপে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের ছবি, সরকার বিরোধী বক্তব্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

তিনি জানান, ৫৪ ধারায় তাদের আটক করা হয়েছে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সময়ঃ ১৯৩৭ ঘন্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।