ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

তেতুঁলঝোড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
তেতুঁলঝোড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভার উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে তেতুঁলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ায় মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।



এ সময় ব্যান্ডপার্টির বাজনার তালে তালে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কয়েকটি গান পরিবেশন করা হয়। পরে বিদ্যালয় মাঠে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন দর্শন উপস্থিত জনতার মাঝে তুলে ধরেন। এছাড়া বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বানও জানানো হয়।

তেতুঁলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মো. নুরুল ইসলাম চেয়ারম্যান, ঢাকা জেলা যুবলীগের যগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চিনি, সাভার উপজেলা আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন দয়াল, সাভার উপজেলা যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, সাভার উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য হাসান হিরু প্রমুখ।

আলোচনা শেষে অসংখ্য জনসাধারণের উপস্থিতিতে কেক কাটর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।