ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মীদের গ্রেফতারে স্বেচ্ছাসেবকদলের নিন্দা

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
নেতাকর্মীদের গ্রেফতারে স্বেচ্ছাসেবকদলের নিন্দা

ঢাকা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ জেলার আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদল নেতা লেমনসহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার ও বাড়ি-ঘরে হামলা, ভাংচুরের তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু এক বিবৃতিতে এ নিন্দা জানান।



বিবৃতিতে বলা হয়, ‘বেসামাল, বেপরোয়া ও গণবিচ্ছিন্ন সরকার নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনকে দমন ও নেতাকর্মীদের ভয় দেখাতে স্বেচ্ছাসবকদলের নেতাদের একের পর এক মিথ্যা মামলায় গ্রেফতার, হয়রানি, বাড়ি-ঘরে হামলা এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও খারাপ ব্যবহারসহ হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, গণগ্রেফতার, মামলা, হামলা, অগ্নিসংযোগ, লুটপাট চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে অবিলম্বে আবদুল্লাহ আল নোমান, লেমনসহ সারাদেশে গ্রেফতার হওয়া স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দের মুক্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি সরকারকে পদত্যাগ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াসহ চলমান সংকট সমাধানেরও দাবি করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।