ঢাকা: বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ অভিনন্দন জানান ।
তিনি বলেন, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন দেশের আইনজীবীদের সর্বোচ্চ ফোরাম। অ্যাসোসিয়েশনের ২০১৫-১৬ সেশনের নবনির্বাচিত প্রতিনিধিদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিচারাঙ্গনের সুষ্ঠু পরিবেশ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানুষের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি ।
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নীল প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ১৭,২০১৫