বগুড়া: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ মেয়াদের নির্বাচনে এবারও জাতীয়তাবাদী ঐক্য প্যানেল (নীল) সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় অভিনন্দন জানিয়েছে বগুড়া জেলা বিএনপি।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না স্বাক্ষরিত এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
রাফি পান্না আশা প্রকাশ করেন, নির্বাচিত কমিটি গণতন্ত্র রক্ষায় দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিগত দিনের চেয়ে জাতীয়তাবাদী শক্তি আরও বেশি গতিশীল ভূমিকা নিয়ে দেশবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।
১৫ ও ১৬ মার্চ দুইদিন ব্যাপী অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় ১৭ মার্চ। ফলাফলে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৯টি পড়ে জয়লাভ করে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৫