ঢাকা: রাজধানীর মুগদায় পর পর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় এক পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টায় মুগদার মদিনাবাগ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মদিনাবাগ সড়কে তিন থেকে চারজন দুর্বৃত্ত পর পর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে এক পথচারী আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫