কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে জামায়াতের সুইসাইডাল স্কোয়াডের ১৬ জন নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার চরাঞ্চল বাগুয়ারচর গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে।
পুলিশ সুত্র জানায়, সুইসাইডাল স্কোয়াডের পরিকল্পনাসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে বৈঠক চলাকালে তাদের হাতেনাতে আটক করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আরও ব্যাপকভাবে যাচাই প্রক্রিয়া শেষে তাদেরকে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫