ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
যশোরে যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

যশোর: যশোর জেলা ছাত্রদলের সহ সভাপতি নির্মল কুমার বিটসহ ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেট থেকে পুলিশ তাদেরকে আটক করে।



আটকরা হলেন, যশোর জেলা ছাত্রদলের সহ সভাপতি ও বারান্দী আমতলা এলাকার কার্ত্তিক বিটের ছেলে নির্মল কুমার বিট, সদর উপজেলার সুজলপুর গ্রামের আকবর আলীর ছেলে বিল্লাল হোসেন (৩০), শহরের বগচর বিহারী কলোনী এলাকার সিরাজুল ইসলামের ছেলে সেকেন্দার আলী (৩৫) ও এস্কেন্দার আলী (৩৪), শহরের শংকরপুর আশ্রম রোড এলাকার মোমিনুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (৩২) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ এলাকার অশিত রাজের ছেলে প্রকীতি রাজ (২৬)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটকরা বিভিন্ন নাশকতা মামলায় আদালতের জামিন পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু কারাগারের প্রধান ফটকের সামনে এলে পুলিশ পুনরায় তাদেরকে আটক করে।

যশোর কোতোয়ালি মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কারাগারের গেট থেকে তাদেরকে আটক করা হয়েছে।

তবে এর বেশী তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে বলেন, তাদেরকে আটক করা হয়েছে। তবে কী মামলায় তাদের চালান দেওয়া হবে সেটা বুধবার (১৮ মার্চ) বলা যাবে।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।