ময়মনসিংহ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস কেক কেটে উদযাপন করেছে ময়মনসিংহ যুবলীগ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে আকুয়া মোড়লপাড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগ নেতা শাহীনুর রহমান দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে কেক কাটেন।
এসময় যুবলীগ কর্মী আজিজ বিন সোহাগ, মারুফ মুন্না, শরীফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে এক আলোচনা সভায় যুবলীগ নেতা শাহীনুর রহমান বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের। বঙ্গবন্ধুর দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্ধুদ্ধ হতে হবে।
বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫