নোয়াখালী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বেগমগঞ্জ পৌর আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার চৌরাস্তায় দলীয় কার্যালয়ে চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক টিপু, জেলা যুবলীগ নেতা ডা. ইউসুফ হোসেন উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন মাসুদ, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান রিয়াজ প্রমুখ।
এর আগে, বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চৌমুহনী পাবলিক হল মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫