ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জয়কে হত্যার উদ্দেশ্যেই অপহরণ চেষ্টা: মোজাম্মেল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
জয়কে হত্যার উদ্দেশ্যেই অপহরণ চেষ্টা: মোজাম্মেল হক ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৪ সালে সমাবেশে বোমা মেরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে হত্যার চেষ্টা করেছিলেন তার ছেলে তারেক রহমানও একইভাবে সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনা করেছিল।

এ মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের।



প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টার প্রতিবাদে বুধবার (১৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সৈনিক লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় হত্যার পরিকল্পনাতেই জয়কে অপহরণ করা হয়েছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী।
 
মোজাম্মেল হক বলেন, অপহরণের চেষ্টায় জড়িতরা স্বীকার করেছে, তারেক রহমান ও খালেদা জিয়ার নিদের্শে তারা জয়কে অপহরণ করার চেষ্টা করেছিল।
 
বিএনপির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের নামে তারা বোমা মেরে মানুষ হত্যা করছে, তাদের আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই।
 
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে অকার্যকর অবরোধ ও হরতালের ঘোষণা তুলে নেয়ারও আহ্বান জানান মন্ত্রী।
 
এসময় মনববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ ও সধারণ সম্পাদক নজরুল ইসলাম।
 
এদিকে, একই ইস্যুতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ঢাকা মহানগর মানববন্ধন আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টার তীব্র নিন্দা জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।