ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ের সামনে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
খালেদার কার্যালয়ের সামনে আটক ১ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে সুমন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।



গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি দুপুর ১টার দিকে গুলশান কার্যালয়ে আসে।

এরপর সে দুটি সংবাদপত্রের কাটিং দেখাতে থাকে। সেই সঙ্গে বলতে থাকে ‘দেশে গণতন্ত্র চলছে না। ’

তিনি বলেন, এর প্রেক্ষিতে পুলিশ তার পরিচয় জানতে চায়। কিন্তু সে কোনো উত্তর দেয়নি। এরপরই তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নেওয়া হয়।

এরআগে দুপুর ১টার দিকে তিনি কার্যালয়ের সামনে এসে দাঁড়ান। সঙ্গে দুটি সংবাদপত্রের কাটিং এবং বুকে একটি কাগজ লাগানো।
 
এখানে এসে দাঁড়ানোর কারণ জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, ‘আমার এক পাশে সিভিল সোসাইটি আর অন্য পাশে ডেমোক্রেসি এবং মাঝখানে বাংলাদেশ। ’   
 
পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনো নাম নেই, আমি কেউ না। আমি সাধারণ জনগণ। ’
 
কোথায় থাকেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাড়ি বাংলাদেশ। আমি বাংলাদেশের জনগণ।
 
এখানে আশার উদ্দেশ্য কী? জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে উদয় হওয়া কিছু প্রশ্ন খালেদা জিয়াকে জানাতে এসেছি। আমি কিছুই বলবো না, আপনারা দেখে বুঝে নিন। কারণ জনগণ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে। জনগণের কোনো কাজ নাই তাই আপনাদের জালাতে এসেছি। ’
 
‘মানুষের মূল অধিকার কেড়ে নেওয়া কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না। বাংলাদেশের চিত্র এমন হতে পারে না। দেশে গণতন্ত্র নেই’ -বলেন তিনি।
 
সংবাদপত্রের কাটিং দেখিয়ে তিনি বলেন, ‘একজন ৮ দিন যাবৎ নিখোঁজ। সরকার বলছে আমরা তাকে গ্রেফতার করিনি, আর বিএনপি বলছে, আমরা তাকে খুঁজে পাচ্ছি না। তাহলে কী সে উধাও হয়ে গেছে? এই প্রশ্ন রাখেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫/আপডেট ১৫১৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।