ঢাকা: রাজধানীর আরামবাগে নটরডেম কলেজের সামনে এক পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে এককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ককটেলটির স্প্রিন্টার কনস্টেবলের মাথায় গুরুতর আঘাত করেছে।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নটরডেম কলেজের সামনে পুলিশ বক্সে দায়িত্বরত ওই কনস্টেবলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা দায়িত্বরত কনস্টেবলকে লক্ষ্য করে একটি ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। ককটেলটির স্প্রিন্টার ওই পুলিশ সদস্যের মাথায় সরাসরি আঘাত করায় তিনি গুরুতর আহত হন। তৎক্ষণাৎ অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫