ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

প্রার্থী বাছাই করছে বিএনপি

মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
প্রার্থী বাছাই করছে বিএনপি

ঢাকা: আসন্ন ৩ সিটি করপোরেশন নির্বাচনে লড়ার নীতিগত সিদ্ধান্ত একপ্রকার নিয়েই নিয়েছে বিএনপি। এখন চলছে প্রার্থী বাছাইয়ের চুলচেরা হিসাব।



এক্ষেত্রে দলীয় প্রার্থী হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী নেতা ‍‌আবদুল আউয়াল মিন্টু আর দক্ষিণে কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন পেতে পারেন মনোনয়ন। আর চট্টগ্রাম সিটি করপোরেশনে বর্তমান মেয়র এম মনজুর আলমই পেতে পারেন ২০ দলীয় জোটের সমর্থন। তবে আসতে পারে নতুন মুখও।  

তবে দলীয় প্রার্থী না দিয়ে অন্য প্রার্থীকে সমর্থন দেওয়ার কৌশলও নিতে পারে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এক্ষেত্রে নাগরিক ঐক্যের কারাবন্দি আহবায়ক মাহমুদুর রহমান মান্না বা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে বিশিষ্ট আইনজীবী ড. শাহ দীন মালিককেও দেখা যেতে পারে মেয়র প্রার্থী হিসেবে।

যদিও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ঢাকা সিটির সাবেক কাউন্সিলর এমএ কাইয়ুম আর আবুল বাশারের নামও আলোচিত হচ্ছে দলীয় পরিমণ্ডলে।

দলীয় সূত্র বলছে, আসন্ন ৩ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দাঁড় করালেই জিতে যাবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। এর আগের চারটি সিটি নির্বাচনের ফলও তাদের ধারণার পক্ষেই কথা বলছে।

তাই সরকার পক্ষকে শূন্য মাঠে গোল দেওয়ার সুযোগ দিতে রাজি নয় তারা। তাছাড়া দেশের প্রধান ৩ সিটি করপোরেশন নির্বাচনে না লড়লে সরকার সমর্থক প্রার্থীরা পরবর্তী জাতীয় নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন বলেই মনে করছে তারা।

এমন পরিস্থিতিতে আসন্ন ৩ সিটি করপোরেশন নির্বাচনে লড়ার জন্য দলের ভেতরেই যেমন প্রবল চাপ তৈরি হয়েছে, তেমনি সমর্থকরাও চাইছে, বিএনপি এই ৩ সিটি নির্বাচনে লড়ুক।

সর্বশেষ ঢাকা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ও বিএনপির নেতৃত্বাধীনে জোটকে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আশাবাদী করে তুলেছে।

তাই নড়েচড়ে বসেছে বিএনপির হাইকমান্ড। বুধবার ঘোষিত তফশিলে আগামী ২৮ এপ্রিল এই ৩ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণার পর সক্রিয় হয়ে উঠেছেন সিনিয়র নেতারাও। তাদের সঙ্গে দফায় দফায় ফোনালাপ হচ্ছে খালেদা জিয়ার।

দলীয় সূত্র বলছে, প্রার্থী দেওয়ার ব্যাপারে খালেদা জিয়ার মনোভাবও দারুণভাবে ইতিবাচক। এখন কেবল প্রার্থী চুড়ান্ত করার পালা।

অবশ্য এ প্রসঙ্গে জানতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মোবাইল ফোনে চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করছেন না। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, বিএনপি আসন্ন ৩ সিটি নির্বাচনে লড়তে পারে। তবে সেটা অবশ্যই চূড়ান্ত করবেন চেয়ারপারসন খালেদা জিয়া। যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, তাই আমরাও এ বিষয়ে ভাবছি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।