রাজশাহী: আগামী ২৫ মার্চ রাজশাহী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে ২১ পদের বিপরীতে পৃথক দু’টি প্যানেলে ৪১ জন এবং স্বতন্ত্রভাবে ২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
পদগুলো হলো সভাপতি, ৩ জন সহ সভাপতি, সাধারণ সম্পাদক, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক, হিসাব সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, সম্পাদক অডিট, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার ১ জন এবং সদস্য পদে ৯ জন।
নির্বাচনে অংশ নেওয়া প্যানেল দু’টি হল আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে হামিদুল হক-আব্দুল ওহহাব জেমস প্যানেল এবং বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আলহাজ নাজমুস সাদাত-জমসেদ আলী(১) প্যানেল।
আর স্বতন্ত্রভাবে সহ সভাপতি পদে খাইরুল বাসার এবং সাধারণ সম্পাদক পদে সামসুল আলম নির্বাচনে অংশ নিচ্ছেন।
রাজশাহীর আদালত পাড়ায় এখন বইছে নির্বাচনী হাওয়া। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের টেবিলে-টেবিলে।
গত ১০ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের পর পরই প্রার্থীরা নেমে পড়েন প্রচারণায়। প্রার্থীরা টেবিলে টেবিলে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা শুরু করেন। ভোটকে ঘিরে উৎসবমুখর হতে শুরু করেছে আদালত চত্ত্বর। চলছে নির্বাচনী আলোচনা। পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে ব্যস্ত সমর্থকরা। বসে নেই মূল দলের নেতারাও।
নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। মাঝে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে মধ্যাহ্ন বিরতি।
নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের প্রস্ততিও এগিয়ে চলেছে।
অ্যাড. এনএএম নজরুল জানান, নির্বাচন পরিচালনার জন্য তাকে নির্বাচন কমিশনার এবং অ্যাড. জাহাঙ্গীর আলম সেলিম ও অ্যাড. মনোয়ারুল ইসলামকে সদস্য করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে যথাসময়ে ভোট অনুষ্ঠত হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫