ঢাকা: দেশের মানুষের শান্তি না এলে আর ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে ৫০ দিন অবস্থান কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, অনেক বড় বড় নেতা দাবি আদায়ের জন্য ঘরে না ফেরার ঘোষণা দেন। অথচ সন্ধ্যা হলেই তারা ঘরে ফিরে যান। কেউ কেউ আবার প্রতীকী অনশন করেন শুধু ছবি তোলার জন্য। তারা সকালে অনশনে বসে দুপুরে বাসায় চলে যান। কিন্তু আমি অবস্থান করছি শুধু দেশের মানুষের শান্তির জন্য।
তিনি আরও বলেন, পুলিশ এসে আমাদের কাপড়, কাঁথা, বালিশ নিয়ে গেছে। আমার ধারণা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবই জানেন। কিন্তু একজনকে ফোন করে জানলাম, তিনি এসবের কিছুই জানেন না। এরকম না জানলে দেশ চালানো যায় না। কিছু লোক এসে আমাদের কার্যালয় ভেঙে দিতে চেয়েছিল। আমি বলেছি কার্যালয় ভেঙে দিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়ে বসবো।
এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার পিতা বঙ্গবন্ধু সবাইকে আপন করে নিয়েছিলেন। কিন্তু আপনি তা পারেননি।
দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে পছন্দ করে না মন্তব্য করে তিনি জানান, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মালিক জনগণ, অথচ এখন শাসকেরা নিজেকেই দেশের মালিক মনে করে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা জাফর উল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শফিকুল ইসলামসহ দলটির অন্য নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫