ময়মনসিংহ: বিএপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান দাবিতে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল বের করলে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দুপুরে শহরের হরিকিশোর রায় রোডে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নতুন বাজার মোড়ে গেলে পুলিশ বাধা দেয়।
মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম।
মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম-সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহাম্মদ বুলু, স্বেচ্ছাসেবক নেতা আতাহার উদ্দিন তালুকদার, ছাত্রনেতা রিপন, আমিনুল ইসলাম আনিছ, মনিরুজ্জামান মুক্তি, হেলাল মড়ল, উজ্জ্বল, সুমন, আকরাম, বিপ্লব, লিটন, হযরত আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫