মৌলভীবাজা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জালাল আহমদ (৩৩) নামে এক জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়ত ইসলামী।
বুধবার (১৮ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতালের আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার কাঠালতলী বাজার থেকে ১০/১৫ জন দুর্বৃত্ত জালালকে ধরে নিয়ে যায়। পরে তারা ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে মাধবকুন্ড বাজারের কাছে ফেলে রেখে যায়।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫