ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ২০ দলীয় জোটের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
বগুড়ায় ২০ দলীয় জোটের মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: চলমান হরতাল-অবরোধ সমর্থনে বগুড়ায় মিছিল-সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ২০ দলীয় জোট।

বুধবার (১৮ মার্চ) সকাল সোয়া ৯ টার দিকে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে কমফোর্ট হাউজিং এ সমাবেশ করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।



পরে একটি মিছিল মফিজ পাগলার মোড় হয়ে শেরপুর রোড গোহাইল রোড ঘুরে আবার সুত্রাপুরে গিয়ে শেষ হয়। তবে পুলিশি ত‍ৎপরতার কারণে শহরের জিরো পয়েন্ট সাতমাথার দিকে যেতে পারেনি তারা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় আওয়ামী লীগ প্রশাসন নির্ভর দল চালাচ্ছে। তাদের জনপ্রিয়তা থাকলে মধ্যবর্তী নির্বাচন দিতে ভয় পেত না, বলেন বক্তারা।

এসময় বগুড়া জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, লাভলী রহমান, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ-উন-নবী সালাম, ইসলামী ঐক্যজোটের নেতা ইঞ্জিনিয়ার শামছুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।