মধুপুর (টাঙ্গাইল): আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জঙ্গি নেতা খালেদা জিয়ার স্বপ্ন কখনও বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না। তার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে।
বুধবার দুপুরে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, তার (খালেদার) কথা এখন জনসাধারণতো দূরের কথা, বিএনপি নেতাকর্মীরাই শোনে না। শুনে শুধু জঙ্গি সন্ত্রাসীরা।
তিনি আরও বলেন, বিএনপির হরতাল-অবরোধ এখন গুপ্ত বিবৃতির মধ্যে সীমাবদ্ধ। এসব এখন আর বাংলার জনগণ মানে না। বাংলার মাটি থেকে যেভাবে তাদের হরতাল অবরোধ হারিয়ে গেছে। সেভাবে একদিন বিএনপি নেত্রীও হারিয়ে যাবেন।
হানিফ বলেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারও জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ্।
উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হারুন আর রশীদ হীরার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী স্থানীয় সাংসদ ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫