ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শান্তির পথে আসার আহবান জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, হরতাল-অবরোধের আন্দোলন প্রত্যাহার করে শান্তির পথে আসুন। এ আন্দোলন প্রত্যাহার করলে আপনি হারবেন না।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান কার্যালয়ে টানা ৫০তম দিনের অবস্থান কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, দেশের মানুষ শান্তি চায়। আমরা শান্তির জন্য অবস্থান কর্মসূচি পালন করছি। আপনি (খালেদা জিয়া) কি করলে হরতাল-অবরোধ প্রত্যাহার করবেন? এ অন্দোলন প্রত্যাহার করলে আপনি হারবেন না। কারণ, পৃথিবীতে শান্তির ওপর কোনো বিজয় নেই। আপনি শান্তির পথে আসুন, আন্দোলন প্রত্যাহার করুন, আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, দেশ চালাতে গিয়ে আপনি কারও কথা শুনবেন না, এভাবে রাষ্ট্র চালানো যায় না। আপনাকে জনগণের কথা শুনতে হবে। জনগণের কাতারে এসে দাঁড়াতে হবে। আপনার (প্রধানমন্ত্রী) দলকে যদি মানুষের হৃদয় থেকে মুছে ফেলতে না চান তাহলে অবিলম্বে নির্বাচন দিন। তা না হলে এমন দিন আসবে আপনি নির্বাচন দিলেও কোনো আসন পাবেন না।
কৃষক শ্রমিক জনতা লীগের কর্মসূচি প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, শনিবার (২১ মার্চ) সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ওই দিনই আর কি করা দরকার তা বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ মনে করছে, বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। আর বিএনপি ভাবছে, কোনো দিন সুযোগ পেলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে। এভাবে চলতে পারে না! আপনাদের মনে রাখতে হবে, দেশের সব মানুষ একটি দলকেই পছন্দ করে না।
মুক্তিযোদ্ধাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, ৫০ দিন হয়ে গেলে আমি অবস্থান কর্মসূচি পালন করছি। দেশের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট দোকানদাররা আমার কর্মসূচিতে এসেছেন। কিন্তু একজন মুক্তিযোদ্ধাও আসেননি। যারা এক সময় আমার ছায়া হয়ে ছিলেন, তাদের কেউ কায়া হয়েও আসেননি।
তাদের কেউ কেউ আসেননি কারণ, মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ হয়ে যাবে। আর কেউ কেউ আসেননি কারণ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা থেকে তাদের নাম বাদ পড়ে যাবে, এই ভয়ে।
আলোচনা সভায় গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, কদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
** শান্তি না এলে ঘরে ফিরবো না’