ঢাকা: ছাত্রদল ঢাকা কলেজ শাখার সভাপতি মামুন তালুকদারকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।
বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞাপ্তিতে দলের পক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ প্রতিবাদ বাণী জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল নেতাদের গ্রেফতার করে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না। শত ত্যাগের বিনিময়ে হলেও জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে গণতন্ত্র ফিরিয়ে আনবে। তারা অবিলম্বে মামুনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বুধবার বিকেলে রাজধানীর মৌচাক থেকে কোনো অভিযোগ ছাড়াই গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫