ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

যশোর জেলা ছাত্রলীগ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
যশোর জেলা ছাত্রলীগ নেতা বহিষ্কার

যশোর: যশোরে চাঁদা না পেয়ে শিক্ষাবোর্ড কর্মকর্তাকে অপহরণ ও মারধরের ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল্লাহ খান লিখনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।



তিনি জানান, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নির্দেশে নূরুল্লাহ খান লিখনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না জানতে চেয়ে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা যশোর শিক্ষাবোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মফিজুল ইসলামকে অপহরণ করে। ওইদিন তাকে শহরের পালবাড়ি এলাকার পাওয়ার সাব-স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে মারধর করা হয়। আহত মফিজুল ইসলাম এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ তিনজনকে আটক করে। আটকদের মধ্যে আরিফ হোসেন রানা মঙ্গলবার (১৭ মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল্লাহ খান লিখনের নেতৃত্বে সন্ত্রাসীরা বোর্ড কর্মকর্তা মফিজুলকে অপহরণ করে চাঁদার দাবিতে মারধর করে।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।