ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নেত্রীর দেখানো পথেই হাঁটছেন সালাহউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
নেত্রীর দেখানো পথেই হাঁটছেন সালাহউদ্দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহম্মেদ দলের নেত্রী খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটছেন বলে মন্তব্য করছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।

বুধবার (১৮ মার্চ) বিকেলে পৌর শহরের গোরস্থানপাড়া সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, খালেদা জিয়া যেভাবে স্বেচ্ছায় অবরুদ্ধ হয়ে আছেন, ঠিক সেভাবে সালাহউদ্দিন আত্মগোপন করেছেন। আর এর দায়ভার সরকারের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন।

গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমসান সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুন উল হাসান, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জহুরুল হক, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন আকন্দ, পৌর যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম তাজু প্রমুখ।    

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।