ঢাকা: স্বামীকে ফেরত পেতে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি নিয়ে যাবেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন তিনি।
এ সময় সঙ্গে তার ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইদা ও ছোট ছেলে ইউসূফ আহমেদও যাওয়ার কথা রয়েছে।
বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্যরা।
গত ১০ মার্চ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন 'নিখোঁজ' রয়েছেন। বুধবার হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও গুলশান কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন।
তাদের দাবি, সালাহউদ্দিনকে সুস্থভাবে পরিবারের কাছে বা আদালতে হাজির করা হোক।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫