ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খুনিদের সঙ্গে সংলাপ নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
খুনিদের সঙ্গে সংলাপ নয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: বিএনপি-জামায়াতের হাতে রক্ত লেগে আছে। তাই খুনিদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।



বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী হাইস্কুল মাঠে কৃষকলীগ আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাবস্থায় খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছেন। রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসা‍ত করেছেন। এখন তিনি গুলশানের বাসভবনে স্বেচ্ছায় বন্দি থেকে তার দলীয় লোকজন দিয়ে একের পর এক পেট্টোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন। এজন্য একদিন তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।

তিনি বলেন, আমরা ক্ষমতায় গিয়ে দেশে পর্যাপ্ত সার-তেলের পাশাপাশি উন্নমানের বীজ সরবরাহ করছি। কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। দেশ স্বাধীন হয়েছে প্রায় ৪৪ বছর। এই চার দশকের বেশি সময় পরেও দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। আমরা বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য সংরক্ষণে রেখেই বিদেশে খাদ্য রপ্তানি করছি।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, সন্ত্রাস ও মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে পারবেন না। এসবের কারণে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।

মেলান্দহের বহুল আলোচিত কৃষক কবির হত্যা দিবসে উপলক্ষে আয়োজিত বুধবারের কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কৃষি-সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী ড. আ.  রাজ্জাক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, জামালপুর-৩ আসন থেকে নির্বাচিত এমপি ও পাট-বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড.শামসুল হক রেজা, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. বাকি বিল্লাহ, সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।