ঢাকা: ২০ মার্চ (শুক্রবার) সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের রাজধানীর বনানী কবরস্থানে সকাল ৯টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বুধবার (১৮ মার্চ) রাতে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের এ জন্য যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫