মৌলভীবাজার: মৌলভীবাজরের বড়লেখা উপজেলায় পুলিশ অ্যাসল্ট মামলায় ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বড়লেখা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইয়াকুব নগর এলাকার আলাউদ্দিনের ছেলে শরিফ উদ্দিন (২২) ও মাউবন এলাকার মৃত শেলু মিয়ার ছেলে আজাদ হোসেন (২৩)।
বড়লেখা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শরিফ ও আজাদের বিরুদ্ধে বড়লেখা থানায় বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫