ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার পাশে কেউ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
খালেদা জিয়ার পাশে কেউ নেই

বগুড়া: কিছু দলীয় পরিচয়ধারী সন্ত্রাসীরা তার সঙ্গে থাকলেও, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ভালো সাংগঠনিক নেতা বা কর্মী কেউ নেই বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন।

বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের সাতমাথায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণসহ সারাদেশে হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



মমতাজ উদ্দিন বলেন, দেশে হরতাল-অবরোধের নামে চলছে জঙ্গি কর্মকাণ্ড। আর সবই হচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বে।

তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জোট হত্যা ও অপহরণের মতো পথ বেছে নিয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর বিভিন্নভাবে আঘাত করছেন তারা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার অপচেষ্টা করেছেন তারা, যা ফাঁস হয়ে গেছে। জনগণের সামনে আসল চেহারা উন্মোচন হয়েছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য সাধারণ মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছেন। দেশের মানুষ হরতাল-অবরোধকে অকার্যকর করে ফেলেছে। নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই জনগণের প্রত্যাশা, খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা চেয়ে সংহিস রাজনীতি থেকে ফিরে আসবেন।

বগুড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্ব ও সুলতান মাহমুদ খান রনির পরিচালনায় সমাবেশ চলাকালে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, টি জামান নিকেতা, অ্যাড. তবিবর রহমান তবি, এস.এম শাজাহান, আবুল কাশেম ফকির, অধ্যাপক রফিকুল ইসলাম, আসাদুর রহমান দুলু, অ্যাড. জাকির হোসেন নবাব, আবু সুফিয়ান সফিক, আলহাজ শেখ, শেখ শামীম, সুলতান মাহমুদ খান রনি, ওবায়দুল হাসান ববি, এডোনিস বাবু, ডালিয়া নাসরিন রিক্তা, মঞ্জুরুল হক মঞ্জু, উদয় কুমার বর্মন, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, আবু সাইদ গামা, সৈয়দ সার্জিল আহমেদ টিপু, তাজমিলুর রহমান স্বাধীন, সেকেন্দার আলী, মাছুবুর রশিদ জিমু, ইফতেখার হাসান যিশু, সুজাউর রহমান বুলা, রেজাউল ইসলাম ডাবলু, সুকুমার ঘোষ, আব্দুল্লাহেল কাফি তারা, আনোয়ার হোসেন, হাকিমুর রহমান দুলু, আনোয়ার হোসেন, গোলাম আযম টিকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।