ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভস।
একই সঙ্গে ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি কার্ড পাঠিয়েছেন রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাষ্ট্রদূতের শুভেচ্ছা সংবলিত কার্ড দু’টি পৌঁছে দেন চালক আবুল হোসেন।
বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, কার্ডে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চকে গৌরবের দিন হিসেবে উল্লেখ করে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫/আপডেট: ১৪০৭