লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন মিয়া (২২) এবং এক বিএনপি কর্মীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শিবির নেতা সুজন জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকার আবু হানিফের ছেলে।
সুজনের ব্যাপারে পাটগ্রাম থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলগঞ্জ বাজার থেকে নাশকতা মামলার আসামি শিবির নেতা সুজনকে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতা, খুন, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫