ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

আত্মগোপনে থাকা নেতাকর্মীদের খুঁজে বের করার দায়িত্ব খালেদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
আত্মগোপনে থাকা নেতাকর্মীদের খুঁজে বের করার দায়িত্ব খালেদার ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির যেসব নেতা আত্মগোপনে আছেন তাদের খুঁজে বের করা সরকারের নয়, খালেদা জিয়ার দায়িত্ব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



২০ দলীয় জোটের অযৌক্তিক হরতাল-অবরোধে পেট্রোল বোমায় সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের খোঁজ আগে থেকেই পাওয়া যাচ্ছিল না। তিনি আগেও আত্মগোপনে ছিলেন, এখনও আত্মগোপনে আছেন। বিএনপি নেতারাও জানতেন না তিনি (সালাহউদ্দিন আহমেদ) কোন জায়গা থেকে কর্মসূচি ঘোষণা করছিলেন।

বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন আহমেদ এখন আর বিবৃতি পাঠাচ্ছেন না বলে তাকে নিয়ে দলটি নাটক করছে বলেও মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, সালাহউদ্দিন আহমেদের পরিবর্তে এখন ২০ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা করছেন বরকতউল্ল্যাহ বুলু। আগামীতে তিনিও যদি এ ধরনের বিবৃতি পাঠাতে অস্বীকৃতি জানান, তখন বিএনপি একই ধরনের নাটক করতে পারে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন আত্মগোপনে আছেন। যারা আত্মগোপনে আছেন তাদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব হতে পারে না। এই দায়িত্ব বিএনপি নেত্রী খালেদা জিয়ার।

খালেদা জিয়া রাজনীতির ‘ডাস্টবিনে’ পড়ে গেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন,  ২০ দলীয় জোট নেত্রী বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে বাংলাদেশের বর্তমান সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেবেন। কিন্তু তার সে স্বপ্নপূরণ হয় নি।

বাংলাদেশের সংবিধানকে ডাস্টবিনে ফেলতে গিয়ে তিনি নিজেই রাজনীতির ডাস্টবিনে পড়ে গেছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
 
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে আমরা ডাস্টবিন থেকে ওঠাতে চাই। আপনাকে অনুরোধ করবো, জনগণ ও বিদেশি বন্ধুদের আহ্বানে সাড়া দিয়ে হত্যার রাজনীতি বন্ধ করুন, গণতন্ত্রের পথে ফিরে আসুন।

বিএনপি নেত্রী খালেদা জিয়া জনগণের শত্রু ও দুষ্কৃতিকারীদের নেত্রীতে পরিণত হয়েছেন অভিযোগ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, জনগণের ওপর আক্রমণ না করে গণতন্ত্রের পথে ফিরে আসুন ।

এ সময় তিনি বিএনপিকে তাদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

সংগঠনের উপদেষ্টা হাছিবুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, সংগঠনের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ।

বাংলাদেশ সময়:  ১২৪৪ ঘণ্টা, মার্চ ১৯,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।