ঢাকা: রিমান্ডে নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে পার্শবিক নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মেহের নিগার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, রিমান্ডের নামে মান্নাকে কি ধরনের আচরণ করা হয়েছে তা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউতে ভর্তি হওয়া থেকেই বোঝা যায়। আদালতে মান্না তার অসুস্থতার কথা জানিয়ে ডাক্তার ও আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন। উচ্চ আদালতের নির্দেশমতে এ ধরনের বিধান থাকলেও কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি।
মান্না নির্দোষ দাবি করে তিনি বলেন, মান্নার ফোনালাপ বিকৃত করে অপপ্রচার চালানো হয়েছে। আইনি প্রত্রিয়ায় সুষ্ঠুভাবে বিচার হলে মান্না নিরাপরাধী হিসেবে মুক্ত-স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
মান্নাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে তিনি বলেন, মান্না আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেকোনো প্রকার আইনানুগ বিচারের সম্মুখীন হতে রাজি আছেন। যেহেতু মান্না হৃদরোগ, মেরুদণ্ডের হাড় ক্ষয়, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তাই তাকে রিমান্ডে না নিয়ে জেল গেটে ডাক্তারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।
এসময় তিনি মান্নার সুচিকিৎসারও দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫