ঢাকা: কোনো ষড়ষন্ত্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়াম হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ আওয়ামী সমবায় লীগ ঢাকা মহানগর উত্তর।
শাহে আলম মুরাদ বলেন, বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে, দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন মহল নানা ধরনের ষড়ষন্ত্র করছে। যতই ষড়ষন্ত্র হোক না কেন বাংলাদেশের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেই।
সংগঠনের উত্তরের আহ্বায়ক জেড হাছান মোহাম্মদ জিবলুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান সগির, কৃষক লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
বাংলাদেশ: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫