ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সালাহউদ্দিনকে ফেরতের দাবিতে ঢাকায় বিএনপির বিক্ষোভ শনিবার

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
সালাহউদ্দিনকে ফেরতের দাবিতে ঢাকায় বিএনপির বিক্ষোভ শনিবার

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ-মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর বিএনপি। শনিবার (২১ মার্চ) সারা ঢাকায় তারা এ কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।



বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু স্বক্ষরিত এক বিবৃতিতে আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল এ কথা জানান।

তারা বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার খবরে গোটা দেশবাসী উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। ঘটনার পর ১০ দিন অতিবাহিত হলেও সরকার অথবা সরকারের কোনো  সংস্থা তাকে আটক বা গ্রেফতারের কথা স্বীকার করেনি। ’

এমন আচরণকে দুঃখজনক আখ্যা দিয়ে আব্বাস-সোহেল বলেন, ‘সালাহউদ্দিনের পরিবার ও বিএনপির পক্ষ থেকে তাকে খুঁজে বের করার জন্য সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও তারা সে বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সরকারের এ রহস্যজনক আচরণ জনমনে সৃষ্ট উৎকণ্ঠাকে আরও বাড়িয়ে দিয়েছে। ’

তারা বলেন, ‘এমতাবস্থায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সন্ধান ও তাকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে ঢাকা মহানগর বিএনপি শনিবার (২১ মার্চ) ঢাকা মহানগরের সব থানা ও ওয়ার্ডে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে। ’

বিবৃতিতে দলের নেতাকর্মী ও উদ্বিগ্ন নাগরিকদের বিক্ষোভ-মিছিলে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।