রংপুর: রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা ছুড়ে ৮ যাত্রীকে পুড়িয়ে মারার ঘটনার মামলায় জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রংপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি জানান।
এর আগে বুধবার রাতে জয়নালের গ্রামের বাড়ি কাফ্রিখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি শরিফুল ইসলাম জানান, এছাড়া রংপুর সদর, মিঠাপুকুর, পীরগাছা ও পীরগঞ্জ থেকে দুই জামায়াত ও ৭ বিএনপি নেতা-কর্মীসহ মোট ১০জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫