ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রদল নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
সিলেটে ছাত্রদল নেতা আটক

সিলেট: সিলেটে বিএনপি নেতা সাইদুর রহমানের বাসা থেকে তার ভাতিজা ছাত্রদল নেতা রমজান আলীকে আটক করেছে  যৌথবাহিনী।

কোতোয়ালি মডেল থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির আওতাধীন নগরীর ১০নং ওয়ার্ডে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাত ৩টার দিকে এ অভিযান চালায় যৌথবাহিনী।



ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমানের বাসায় অভিযান চালালেও সাইদুর রহমান বাসায় না থাকায় তাকে আটক করা যায়নি। তবে তার ভাতিজা ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রমজান আলীকে আটক করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, অভিযানে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।