ঢাকা: স্বামীকে ফেরত পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর ফটকে চিঠিটি দেন।
এতে সালাউদ্দিনকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আকুতি জানানো হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র।
সদস্যরা জানান, হাসিনা আহমেদ প্রধানমন্ত্রীর কাছে তার ‘নিখোঁজ’ স্বামী সালাউদ্দিনকে (বিএনপির যুগ্ম-মহাসচিব) সুস্থভাবে ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।
পরিবারের কাছে বা আদালতে সালাউদ্দিনকে হাজিরের ব্যবস্থায় প্রয়োজনীয় উদ্যোগ একমাত্র শেখ হাসিনাই নিতে পারেন বলে নিজের বিশ্বাসের কথা লিখেছেন হাসিনা আহমেদ।
১০ মার্চ থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫