ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সালাহউদ্দিন নিখোঁজের ঘটনায় জাবি শিক্ষক ফোরামের উদ্বেগ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
সালাহউদ্দিন নিখোঁজের ঘটনায় জাবি শিক্ষক ফোরামের উদ্বেগ

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গত ১০ মার্চ (মঙ্গলবার) রাতে উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকে পুলিশ বিএনপির যুগ্ম মহাসচিব ও ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে যায় এবং পরে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে।



আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, এ ধরনের ঘটনায় প্রমাণিত হয় দল ও জোটের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা ও বিবৃতি দেওয়ায় তিনি সরকারের বিরাগভাজন হয়েছেন। তিনি কোথায় আছেন? কিভাবে আছেন? তা জাতির সামনে তুলে ধরা সরকারেরই দায়িত্ব।

বিবৃতিতে অবিলম্বে সালাহউদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক নেতাদের গোপনে তুলে নিয়ে যাওয়ার মতো কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক মো. এনামুল হক খান, অধ্যাপক শাহাবুদ্দিন কবীর চৌধুরী, অধ্যাপক রাজিয়া সুলতানা, অধ্যাপক মো. মজিবর রহমান, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক মো. মনজুরুল করিম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক ফিরোজা হোসেন, অধ্যাপক মো. সালাউদ্দিন, অধ্যাপক মো. আব্দুস সালাম, অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক নাজমুল আলম, অধ্যাপক ড. মো. এনামউল্যা পারভেজ, অধ্যাপক মো. সোহেল রানা, অধ্যাপক খ. ম. শরিফুল হুদা, অধ্যাপক মো. মফিজুল কবির, অধ্যাপক মো. জহির উদ্দিন আহমেদ, অধ্যাপক মো. শাহাদাত হোসেন, অধ্যাপক মনজুর এলাহী, অধ্যাপক আবদুল্লাহ ফারুক, অধ্যাপক মোহা. তালিম হোসেন, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ফারুক আহমেদ, অধ্যাপক এমদাদুল ইসলাম, অধ্যাপক মো. মনোয়ার হোসেন, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক মোকাম্মেল এইচ ভূঁইয়া, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক ড. ছালেহ আহমেদ খান, অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক ড. এ এন এম ফখরুদ্দিন, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান, অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ মামুন হোসেন, অধ্যাপক ড. আবেদা সুলতানা, অধ্যাপক ড. শামীমা সুলতানা, কামরুন নেছা খন্দকার, চৌধুরী গোলাম কিবরিয়া, ড. সোমা মুমতাজ, মো. জামাল উদ্দিন, ড. মোঃ কামরুজ্জামান, মাসুম শাহরিয়ার, ড. এ কে এম রাশিদুল আলম, মুহাম্মদ নজরুল ইসলাম, আব্দুর রহমান, তাসমিনা রহমান, মুহাম্মদ শফিকুল ইসলাম, ড. মো. ইব্রাহিম খলিল, গাজী মোশারফ হোসেন, মো. আবদুল হালিম, ড. নাসরীন সুলতানা, মোছা. তমালিকা সুলতানা, ড. এমাদুল হুদা, সাবেরা সুলতানা, জয়ন্ত সিংহ রায়, ড. আবু ফয়েজ মো. আসলাম, মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া, আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, ড. মোঃ কামরুল হাসান, ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, মোঃ  নজরুল ইসলাম, ড. মো. শফিকুল ইসলাম, ড. নাহিদ আখতার, ড. মো. কামাল হোসেন, নাহরীন ইসলাম, মো. জাকির হোসেন, মো. ফয়সাল জামাল, আমিনুর  রহমান খান, আবদুর রাশিদ, তাহমিনা আক্তার, শামছুন নাহার, ড. মো. সালেকুল ইসলাম, জেসমিন আক্তার, ড. রুনা মাসুমা, মোহাম্মদ আজিজুর রহমান, বোরহান উদ্দিন, মাফরোজ আহমেদ বসুনিয়া, তাসলিমা নাহার, মো. নূরুল হক, এস এম মাহমুদুল হাসান, মো. আল-আমিন খান, মোহাম্মদ রেজাউল রকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।