ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সালাহউদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বগুড়ায় মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
সালাহউদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বগুড়ায় মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বগুড়ায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের স্থানীয় কর্মীরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের কমফোর্ট হাউজিং-এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশ শেষে একটি মিছিল মফিজ পাগলার মোড়-শেরপুর রোড-গোহাইল রোড ঘুরে আবার সুত্রাপুরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র আজ হুমকির সম্মুখিন। একজন নাগরিক যদি নিখোঁজ হন অথবা তাকে অপহরণ করা হয়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব তাকে খুঁজে বের করা। যেখানে পরিবার মনে করছে এটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটিয়েছে, সেখানে রাষ্ট্রের উচি‍ৎ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।

এসময় বগুড়া জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, লাভলী রহমান, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, ইসলামী ঐক্যজোটের নেতা ইঞ্জিনিয়ার শামছুল হকসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।