ঢাকা: সন্ত্রাসী ও অস্ত্র উদ্ধারের নামে নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা এবং গ্রেফতার নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। অবিলম্বে গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তি ও নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ‘অনির্বাচিত’ সরকার স্বৈরশাসন টিকিয়ে রাখতে ক্রমাগত অপহরণ, বিচার বহির্ভুত হত্যাকাণ্ড, অস্ত্র ও বোমা উদ্ধারের নামে বিরোধী মতাদর্শের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলাও দিচ্ছে সরকার।
‘চলমান সংকট রাজনৈতিকভাবে সমাধান না করে গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম বলে জেল, জুলুম, হত্যা ও নির্যাতন করে তা স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে,’ অভিযোগ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে দাবি করা হয়, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সম্পাদক মীর নেওয়াজ আলীর পারিবারিক মালিকানাধীন বহুতল ভবনে বুধবার অভিযান চালায় পুলিশ। এসময় ওই খালি ফ্ল্যাটে অস্ত্র ও বোমা উদ্ধারের নামে নাটক সাজানো হয়। অথচ মীর নেওয়াজ ওই বাড়িতে থাকেন না।
একইভাবে চট্টগ্রামে দুটি কলেজের ছাত্রবাস থেকে ঘুমন্ত শিক্ষার্থীদের আটক করা হয়েছে বলেও অভিযোগ করে বিএনপি।
অবিলম্বে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে ওই বিবৃতিতে তুলে নিয়ে যাওয়া বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতা-কর্মীকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫