ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সফররত ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী মোগেন্স জেনসেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন।
রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়িতে করে গুলশানের কার্যালয়ে আসেন তারা। ভেতরে তাদের অভ্যর্থনা জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
৪০ মিনিট স্থায়ী এ সাক্ষাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা বন্ধ, রানা প্লাজার দুর্ঘটনা ও পোশাক শিল্পসহ বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের সহায়তার নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সাক্ষাতের পর মন্ত্রী ও বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কোনো কথা বলা হয়নি।
তবে প্রতিনিধি দলের পক্ষ থেকে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ডেনমার্ক উদ্বিগ্ন। ডেনমার্ক আশা করে, জাতির বৃহত্তর স্বার্থে দেশের সকল রাজনৈতিক দল ত্যাগী মনোভাব নিয়ে এগিয়ে আসবে।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম ও ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগলসহ মন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
এরআগে, মঙ্গলবার (১৭ মার্চ) তিনদিনের সফরে ডেনমার্কের মন্ত্রী ঢাকায় আসেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও সাক্ষাৎ করেন ডেনমার্কের এই মন্ত্রী।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫, আপডেট ২২০৬
** খালেদার সঙ্গে বৈঠকে বসেছেন ডেনমার্কের বাণিজ্য উন্নয়ন মন্ত্রী