ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান ও ছাত্রদল নেতাকর্মীদের মুক্তির দাবি এবং চলমান হরতাল-অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর শিশু পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ ও কাজী মোকতার হোসেন এ মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক খায়রুল ইসলাম, মিরপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. মনির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাজিদ হাসান বাবু, শেরেবাংলা কৃষি বিশ্বিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. সানোয়ার আলম, মো. মনির হোসেন, শাহাদাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মাহাবুবুর রহমান নয়ন, মিনহাজুল আবেদিন নান্নু, মো. হাসান আলী, বনি আমীন সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা ইয়াছিন ভূঁইয়া, তিতুমীর কলেজ ছাত্রদল নেত্রী তানিশা চৌধুরী নাতাশা, বেগম বদরুন্নেসা কলেজ ছাত্রদল নেত্রী শ্যামলী আকতার, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফ প্রমুখ।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোখলেসুর রহমান ভূঁইয়া, সুব্রত দাস ও বাপ্পু সরকারের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা আকতার হোসেন, করিম প্রধান রনি, ত্রিবিজয় চাকমা, জহুরুল হক হলের আনিসুর রহমান খন্দকার, মাহবুবুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু হলের আফজাল হোসেন বাদশা, জিয়াউর রহমান হলের শাওন, স্যার এ এফ রহমান হলের শফিকুল ইসলাম, মুহসিন হলের রোমান পাঠান, জগন্নাথ হলের শিমন কুমার দে, রনি নাথ, এসএম হলের বায়োজিদ, একুশে হলের আল আমিন, তারেক হোসাইন শিমুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫