ময়মনসিংহ: বিএনপি‘র যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহম্মেদকে ফিরিয়ে দেয়ার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
বৃহস্পতিবার বিকেলে শহরের আঠারবাড়ি বিল্ডিং এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় যাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন উত্তর জেলা যুবদল সভাপতি কামরুজ্জামান লিটন। মিছিলে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা যুবদলের আহবায়ক ওয়াহিদুজ্জামান, ঈশ্বরগঞ্জ উপজেলার আহবায়ক মোস্তাফিজুর রহমান জুয়েল, ফুলপুর উপজেলা সভাপতি সানোয়ার প্রমুখ।
এর আগে একই ইস্যুতে দক্ষিণ জেলা-শহর ও কোতয়ালী যুবদলের ব্যানারে শহরের হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দের সমর্থকরা। পরে নতুন বাজার মোড়ে পুলিশ বাধা মিছিলটি বাতিরকল হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সাইফুল ইসলাম বাদল, সালাউদ্দিন, রাসু,পাপ্পু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘন্টা মার্চ ১৯, ২০১৫