জবি থেকে: ছাত্রী লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটা এ সংঘর্ষে একজন বহিরাগতসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ কর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদের অনুসারী ৯ম ব্যাচের মিন্টু তার বান্ধবীকে নিয়ে কলা ভবনের সামনে আড্ডা দিচ্ছিলো। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ৬ষ্ঠ ব্যাচের সজীব বহিরাগত (এআইইউবির শিক্ষার্থী) ইয়াসির আরাফাতকে নিয়ে মিন্টুকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলে। মিন্টু চলে যেতে আপত্তি জানালে তাকে ও তার বান্ধবীকে লাঞ্ছিত করে সজীব ও ইয়াসির আরাফাত।
কিছুক্ষণ পর মিন্টু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় সজীব তার বন্ধুবান্ধব নিয়ে ফের মিন্টুকে মারধর করে। পরে ছাত্রলীগের সিনিয়র নেতারা বিষয়টি মধ্যস্থতা করতে গেলে এক পর্যায়ে মিন্টু তার বন্ধুদের নিয়ে সজীবের বন্ধুদের মারধর করে। এতে ইয়াসির আরাফাত মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এ সময় সিনিয়র নেতারা সজীবের পক্ষ নিলে তারাও লাঞ্ছিত হয়।
সংঘর্ষের ঘটনায় আহত মিন্টুকে মিটফোর্ড হাসপাতালে ও ইয়াসির আরাফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতরা ছাত্রলীগের কেউ না। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ বলেন, বিষয়টি আমি অবগত নই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ক্যাম্পাসে মারধরের ঘটনা আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫