ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ছাত্রলীগের দুইগ্রুপে সংঘর্ষ, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
বগুড়ায় ছাত্রলীগের দুইগ্রুপে সংঘর্ষ, আহত ২

বগুড়া: বগুড়ায় ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতাসহ দুইজন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্কিত হয়ে ওঠে পুরো সাতমাথা এলাকা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে পুলিশ।

বৃহস্পতিবার(১৯ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের সাতমাথা টেম্পল রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে ছুরিকাহত জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক। এছাড়া আহত হন আরও একজন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আনোয়ার হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ এবং জুলফিকার রহমান শান্ত ও তিতাসের মধ্যে বিরোধের জের ধরে প্রথমে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় প্রতিপক্ষরা আতিককে ছুরিকাহত করে। তবে সাতমাথায় অবস্থিত অস্থায়ী ক্যাম্পের পুলিশ সদস্যরা শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের দুইটি গ্রুপের মধ্যে এই ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।

জেলা ছাত্রলীগের সভাপতির কাছে বিষয়টি জানতে চাইলেও তিনি ফোন রিসিভ করেননি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো বগুড়ার বাহিরে থাকায় তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

তবে আতিককে অন্য কেউ ছুরি মেরেছে বলে দাবি করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিবুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।