লক্ষ্মীপুর: নোয়াখালীর চাটখিলের আওয়ামী লীগ কর্মী ও স্থানীয় ব্যবসায়ী মো. গোলাম মাওলাকে (৩২) লক্ষ্মীপুরে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে চাটখিল সীমান্তবর্তী লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের কাজী বাড়ির বাগান থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত গোলাম মাওলা নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও সোবাহানপুর গ্রামের বাসিন্দা মনু মিয়ার ছেলে। তিনি সোবাহানপুর বাজারের চা দোকানি ছিলেন।
রামনারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন চৌধুরী জানান, গোলাম মাওলা আওয়ামী লীগের কর্মী ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে কাজী বাড়ির বাগানের সুপারি গাছের সঙ্গে বাধা অবস্থায় গোলাম মাওলার মৃতদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
এদিকে, পরিবারের বরাত দিয়ে চাটখিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে তার গোলাম মাওলার দায়ের দোকান ও মোবাইল ফোন বন্ধ ছিল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
লক্ষ্মীপুরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জামাল হোসেন জানান, নিহতের শরীরে কুপিয়ে ও পিটিয়ে জখমের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫