ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় দেশবাসী স্তম্ভিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
শুক্রবার (২০ মার্চ) পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান-২ এর বাসায় সালাহউদ্দিন আহমেদের স্ত্রীর খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
লে. জে. (অব.) মাহবুব বলেন, ১০দিন পার হয়ে গেলেও সুস্থ-সবল, তরতাজা একজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর স্পষ্ট ব্যর্থতারই পরিচয় পাওয়া যায়।
‘সালহউদ্দিন আহমেদ যেখানেই থাকুন না কেন? তাকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফেরত দিতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি,’ বলেন তিনি।
সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়ে লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, রাষ্ট্র ব্যর্থ হলে আপনি এফবিআই-এর সহায়তা নিন।
এমন পরামর্শের জবাবে হাসিনা আহমেদ বলেন,`প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি। ’
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তার স্বামীকে তুলে নিয়ে গেছে বলে আবারও অভিযোগ করেন তিনি।
হাসিনা আহমেদ বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে (সালাহ উদ্দিন আহমেদ) তুলে নিয়ে গেছে এটি আশ-পাশের লোকজনও দেখেছে। ’
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫